নোটিশ বোর্ড
- ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!২০২৫ শিক্ষাবর্ষে ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি।
- ১লা জানুয়ারি, ২০২৫ নতুন পাঠ্যপুস্তক বিতরণ ও ছবক প্রদান অনুষ্ঠান উদযাপন প্রসঙ্গে নোটিশ
- বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী ও দাখিল শাখার পরীক্ষার্থীদের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ
- বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার সময়সূচী
- বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী ও দাখিল শাখার শিক্ষার্থীদের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার নোটিশ
প্রতিষ্ঠানের ইতিহাস
আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে হাজী মোঃ হুসেন আলী মোল্লা ১৯৯৪ সালে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার অন্তর্গত বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠানের নামে এক একর জমি দান করেন। সিডস্টোর-সখীপুর সড়কের পাশে সবুজ-শ্যামল মনোরম পরিবেশে গড়ে ওঠা এ মাদরাসাটি ১৯৯৮ সালে পাঠদানের অনুমতি লাভ করে। পরে ২০০১ সালে একাডেমিক স্বীকৃতি এবং ২০০২ সালে এটি এমপিওভুক্ত হয়।
প্রতিষ্ঠার পর থেকে সু-দক্ষ প্রতিষ্ঠান প্রধান ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে মাদরাসাটি দাখিল পরীক্ষায় শতভাগ পাসসহ জেডিসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। বোর্ডের মেধা তালিকায় স্থান অর্জনের পাশাপাশি ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২২ এবং ২০২৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে নির্বাচিত হয়। এর ফলে এটি এলাকার অন্যতম সেরা দ্বীনি বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে।
মাদরাসাটিতে আধুনিক একাডেমিক ভবন, আইসিডিটি ডিজিটাল ল্যাব, এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে। পাশাপাশি রয়েছে স্বয়ংসম্পূর্ণ বিজ্ঞানাগার এবং নিয়মিত ব্যবহারিক ক্লাস।নিয়মিত কুচকাওয়াজ, খেলাধুলা, ও শিক্ষা সফর, ইসলামিক সাংস্কৃতিক চর্চা ও সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ,দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ তত্ত্বাবধান,প্রতিটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা ও বাতির ব্যবস্থা,নিরাপত্তা প্রাচীর, প্রবেশ গেট পর্যন্ত পাকা রাস্তা, কঠোর নিরাপত্তা ও মনোরম স্বাস্থ্যসম্মত পরিবেশ।
সু-দক্ষ ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় মাদরাসাটি অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। এর শৃঙ্খলা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়, এবং শিক্ষকদের একাগ্রতা মাদরাসাটির সাফল্যের মূল কারণ।
শিক্ষার্থীদের উপযুক্তভাবে গড়ে তুলে আলোকিত মানুষ হিসেবে তৈরি করা এবং মানসম্মত শিক্ষা প্রদানের জন্য মাদরাসাটি নিরন্তর চেষ্টা ও পরিকল্পনায় নিয়োজিত।
সুপারিনটেনডেন্ট এর বাণী
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসা,
এর ধারাবাহিক সাফল্যে এলাকাবসীর দাবী ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে কুমিল্লা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।